Skip to content

কবিতারা বিপন্ন আজ – আজিজুল হক

**কবিতারা বিষন্ন আজ **
আজিজুল হক

তোমার বুকে মাথা রেখে আমার সূর্যাস্ত দেখতে ইচ্ছে করে রোজ ,
জোনাকির উষ্ণ স্রোতে ভেসে!
তোমার চোখের সে ঝড়
সাগরের ঝড়ের থেকেও অতলান্তিক ,
শুধু সেই ঝড়ে হৃদয় পুড়ে বারবার…
অনেক টা নিষ্প্রভ রাতের কানামাছি খেলায় সব অপবাদ গুলো যেন নিভে যায়
তোমার দহন দানে..
উদাস দুপুর বেলা আমার শরীরে বাসা বেঁধেছে কর্কটের মত।
তারপর সে ঝড়ে তুমি হারালে একদিন তোমার সব..
রাজাকারদের হিংস্র নখদন্ত
তোমার সহস্র অঙ্গে স্বাধীনতার পূর্বাভাস দিয়েছিল।
আমি সে জোসনায় সূর্যোদয়ের আলোয়
পৃথিবীকে প্রদক্ষিণ করেছি
নতজানু হয়ে তোমারই চিত্ত ছুঁয়ে।
আজও প্রচণ্ড দাবাদহে আমি চাঁদের কলঙ্ক গুলো কে দিয়ে তোমায় শীতল হাওয়ায় ছুঁয়ে দেই রোদ মাখা ঝকঝকে তপ্ত দুপুর,
অন্তিম ঊষার অস্ফুট আলোয় তাতে মাখা থাকে তোমার শীতল বুকের ছায়া ..
আমি তারই মাঝে অতলান্তিক সমুদ্রে ভালোবাসার ঢেউ গুলো খুঁজি,
আর
খুঁজি তোমার উষ্ণ উদর,
সভ্যতারা বাস করে তাতে।
চাঁদের চন্দ্রবিন্দু কনায় ঘুণপোকা গুলো কিলবিল করে আনন্দে ..
কলঙ্কের ভাগীদার তারাও।
তোমার শরীরে তখন রাজাকারদের হিংস্র নখের আঁচড় গুলো একাত্তরের জন্ম দিয়েছে,
আমি গর্বিত তোমার জন্য,
আমার মায়ের জন্ম..
বুকে আর্তনাদ নিয়েও তোমার সে বুকেই আমি স্বপ্ন দেখি রোজ ,
কোন এক অগ্নিকুন্ডের জ্বলন্ত নির্গত লাভা গুলো আজও
আমার শরীরে উত্তপ্ত ছেচল্লিশের গলা টিপে মারতে চায়!
নোয়াখালী কিংবা কলকাতায় যে রাতে আমার প্রিয়তমা তুমি
হারিয়েছিলে তোমার সম্ভ্রম ,
তোমার শরীর যে রাতে ছিবড়ে করে খাচ্ছিল ফুটপাতের অন্ধগলিতে বেড়ে উঠা এক ঝাঁক হিংস্র নেকড়ের দল,
আমি সে রাতেও তোমার সম্ভ্রম বাঁচাতে পারিনি..
আমি দেখলাম, ওরা আমার সামনে তোমার মাংস পিন্ড গুলোকে টুকরো টুকরো করে ভাগ করে নিল দ্বিজাতি তত্ত্বের মিথ্যে বেসাতি কে..
আমি সেদিনও আমার ভালোবাসা কে রক্ষে করতে ব্যর্থ হয়েছি!
তারপর জন্ম নিল শুধু কবিতা ,
তোমার আমার এক যুগ দূরত্বের মাঝে সেই তো শুধু সেতুবন্ধন!
আমি ভাল নেই কিন্তু কবিতারা ভাল থাকুক
বন্ধনহীন যন্ত্রণা কে মুক্ত করে।
আজিজুল হক
21/3/23

মন্তব্য করুন