Skip to content

কবিতাঃ বসন্ত এসেছে কবিঃ পংকজ পাল

বসন্তে ভালোবাসা খুব সস্তা হয়ে যায়,
অলিতে গলিতে-
ভালোবাসার পসরা সাজিয়ে বসে-
কিছু উৎসুক তরুণ-তরুণী,
ওদের কাছে রোজই বসন্ত।

বসন্তে-চুলখোলা শাড়ী পরা ষোড়শীর হাসি
গাছে গাছে ঠোঁটরাঙা ফুলের বাহার,
লাল টকটকে লিপস্টিক মেখে –
অশোক ফুলের দুষ্টু হাসি,
নির্লজ্জ ইউক্যালিপটাস নগ্ন দেহে-
শিমূল ফুলের ঠোঁট ছুঁতে চায়,
মনেহয়- বসন্ত এসেছে।

বসন্ত এসেছে..
বাসন্তী রঙা শাড়ীর আঁচল উড়িয়ে
মধুকরের গুঞ্জন আম্রকাননে,
ধুলোমাখা সবুজ গালিচা মাড়িয়ে
ভালোবাসা দোল খায়, কোকিলের মনে,
বুঝলাম-বসন্ত এসে গেছে।

পাতাঝরা বৃক্ষের নববস্ত্র পরিধান
লাল টুকটুকে লাজুক বোতলব্রাস ফুল-
লজ্জায় মাথা নুইয়ে আছে,
এক একটি করে পলাশফুল ঝরে পড়ছে-
প্রকৃতির অভিধানে।
মনেহয় –
সত্যিই বসন্ত এসেছে।

1 thought on “কবিতাঃ বসন্ত এসেছে কবিঃ পংকজ পাল”

মন্তব্য করুন