Skip to content

কবিতর নামঃ প্রতীক্ষায় শুদ্ধতার চিহ্ন, নামঃআব্দুস সামাদ নয়ন

দুঃসময়ে দুদিকের তৃতীয় নয়নে
উঠে শব্দহীন আর্তনাদের ঢেউ;
কোথাও নেই কেউ।

দূর হতে অদৃশ্যমান ব্যাকুল দৃষ্টিকে
মনে হয় তুচ্ছ ও অসহায়।
নীরবতার মাঝে গভীরতা
পরিমাপ হীন থেকে যায়।

বৈশিষ্টগত হেতুর জন্য
একতরফা সাময়িক তারা
আপোষহীন রয়,
চোখের সামনের বিষয়
ভুলে থাকা হয়।

তবে উভয়ের প্রতীক্ষায় বিমূর্ত হয়
শুদ্ধতার চিহ্ন দেদীপ্যমান,
বিয়োগ,ভাগের তর্কে ও
দুজনে মানে দুজনের জয় হোক সমান।

অবাধে উড়ার করে দেয়ায়
কেউ পিছিয়ে থাকতে চায় না,
কি এক ব্যাকুলতা
তাদের করে আনমনা।

মন্তব্য করুন