Skip to content

কবিতর নামঃ অবিমৃষ্যকারী বরাবর অস্বভাবী-ই, নামঃ আব্দুস সামাদ নয়ন

রোদের আগুনে পুড়ছে কোন কোন
নিঃস্ব অভিপ্রায়।
সত্যে উপনীত হওয়ার শুভ্র সম্ভাবনা জুড়ে
অবিমৃষ্যকারী কেউ কেউ নির্মমভাবে
মিথ্যা প্রহসনের মেকী আলো জ্বালায়।

যা গভীরতাহীনতায় ডুবে থেকে
ইতস্তত মানসিকতা নিয়ে ছবি আঁকার ফল,
এরপর কাটছাঁটের বিয়োগে রেহাই পায় না
শরবতের গ্লাসের সামান্য জল।

ইতিবাচক রং ছিটানো কৃপণকে
অস্বভাবী হওয়ার উৎসবে মাতায়,
নিশ্চিত করে নগদের কাছে সে নিজে কতটা
কতটা অসহায়।

মিথ্যার জালের বিস্তারের
সীমাবদ্ধতা অবধারিত।
সে অসহায়ের চিন্তাকে অতিক্রম করে
আগুনের লেলিহান শিখা
অজ্ঞাতরুপে তার জন্য হচ্ছে প্রসারিত।

মন্তব্য করুন