Skip to content

কতদিন প্রতিদিন

  • by

অনেক দিন পর এই শহরে এসেছি তোমাকে খুঁজতে
এই শহরের অলিতেগলিতে অনেক স্মৃতি লেগে আছে
বহুদিন পর যখন এই শহরে
ঠিক নেই কিছু আগের মত।

ছোটখাটো পথগুলো বড়সড়
মেঠোপথ গুলো পিচঢালা অবিরত
স্মৃতির আবডালে লেপ্টে থাকা ছোটছোট চিহ্ন গুলো
হাতের ছোঁয়ার স্পর্শগুলো মুছে গেছে প্লাস্টিক রঙে।

কত সহজে সব বদলে গেছে
কত সহজে সব বদলে গেছে

মাঝরাতের সোডিয়ামের আলোর সাথে হিমেল বাতাসে
ল্যাম্পোস্টের নিরটে ছায়া লোকের মৃদু হাঁটি চিহ্ন সাধ
ঠিক নেই ঠিক নেই
কি নেই কি নেই
আধুনিক আধুনিক সব পথঘাট
ভোলে দিয়েছে সব চিত্রপট।

বহুদিন পর তোমাকে খুঁজে বেরিয়ে পড়েছি রাতে সাথে
বহুদি আগে ঠিক তোমাকে হারিয়ে ফেলেছি এখানেই

রাস্তার মোড়ে ফুটপাতের চায়ের দোকান
শীতের রাতের মাথা মুড়ি দিয়ে বসা সেই ভদ্রলোক
তাকেও আর দেখছিনা
মনে হচ্ছে এককোটি বছর আগে তোমাকে হারিয়েছি।

খুব বেশিদিন নয়-
হতে পারে মাঝখানে দুচারটে বর্ষপুঞ্জীর রদবদল
অথবা আঙুলি ছোঁয়ার লেপ্টে থাকার স্মৃতিরোমন্থন
যেটা এখানো ডাকে এখানো কাছে টানে
আমি ফিরে আসি আমি ফিরে আসি-!

জীবন বদলে যায়-জীবনের তাগিদে,
মানুষ বদলে যায়-বেঁচে থাকার তাগিদে,
আমরা কিসের জন্য বদলে গেছি-
তার উত্তরোত্তর কোন প্রশ্ন আজো খোঁজে পাইনি।

এমন কতশত প্রশ্ন মনের অগোচরে নাড়িয়ে যায়।
এমন কতশত কথা মনের ভিতরে পুড়িয়ে করে ছাঁই।

নিরুৎসাহিত হয়ে থাকি ভাবনার করিডোরে
নিরুত্তর হয়ে বসে থাকি মানসিক বিকারগ্রস্তে

তবে কি আমাদের কোন সম্পর্ক ছিলোনা?
তবে কি আমাদের কোন বন্ধুত্বের জেরও ছিলোনা?
মনের ভিতরে উঁকিঝুঁকি দিতে দিতে নিমিষেই
নিদারুন একাকীত্বের গভীর স্রোতে ডুবতে থাকি।

বহুদিন পর এশহরে তোমাকে খুঁজতে এসেছি দেখি
বহুদিন নয়? যেন গতকালও তোমাকে খুঁজেছি..!!
একদিন অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে
তোমাকে এই শহরের পথটাই হারিয়ে ফেলেছি।
২৩ নভেম্বর ২০২০ ইং।

মন্তব্য করুন