Skip to content

ও যে রোজ আমার বাড়ি আসে

প্রতি পদে মৃত্যু ভয় ।
ফুটপাত, মন্দির, মসজিদ, গির্জায়
স্তরে স্তরে জমছে বিস্ময় ‌।‌‍‌
কালো পিচ ধরে অনুজীব হেঁটে চলে,
ট্রাফিক আইন মানে না ।
লাশের শরীর থেকে দানবেরা নেমে আসে
নতুন শিকার খোঁজে, প্রয়োজনে শুঁকে দেখে ।
জানালা দিয়ে দেখা যায়
প্রতিটি পাঁচিলের গায়ে ধারালো আঁচড়ের ক্ষয় ।
পৃথিবী জয়ের ইতিহাস লিখে দিতে
যুগের বিনাশ ঘটবে কী?
কল্কি অবতার তবে বড়ো নির্দয় ।

নতুন সকাল নতুন বার্তা নিয়ে আসে,
তবে কী মৃত্যু আজ আমার ঘরে বসে!
যত মন ভাঙা প্রেম, প্রেম ভাঙা মন দিন গোনে ।
পাঠকের অভাবে কবিতারা মরে যায় ।

মনি ভিখারিনী এসেছে কী?
এলে বলে দিও এই দুর্দিনে যেন ঘরে থাকে ।
সেই মাছ ওয়ালিকে বুঝিয়ে বলো
কটা দিন সঞ্চয় থেকে চালিয়ে নিতে ।
ওরা মাস্ক, পৃথিবী দুটোই চেনে না ।

বাঁচার শেষ আর্তনাদ লিখে দিয়ে যাই –
করোনা , তুমি ওকে ছুঁয়ো না
ও যে রোজ আমার বাড়ি আসে ।

রচনাকাল-২৩|০৩|২০২০

মন্তব্য করুন