Skip to content

ওহে নারী,তুমি পুরুষের তরবারি-মোহাম্মদ জনি

ওহে নারী, বল আমি সব পারি।
ওহে নারী মিছে কেন এতো ভয়?
তুমি পুরুষের তরবারি।
জীবন যুদ্ধে পুরুষের তরবারি,
কখনো করেনি তো একা জয়।
শক্তিরূপে তুমি ছিলে পুরুষের পাশে,
তুমি ছিলে, অতিশয়।

মাতৃরূপে তুমি সয়েছিলে কঠিন,
প্রসব বেদনা।
স্ত্রীরূপে তুমি করেছো অনুপ্রাণিত সদাই,
তুমি পুরুষের অনুপ্রেরণা।

ওহে নারী মিছে কেন, এত ভয়?
শক্তিরূপে তুমি ভক্তিরূপে তুমি
ছিলে পুরুষের পাশে বলেই,
তারা করেছে মহাজয়।

ওহে নারী মিছে কেন, এত ভয়?
বল আমি সব পারি,
আমি পুরুষের তরবারি।

মন্তব্য করুন