Skip to content

ওর্থ

কবিতার ভাষায় পারছি না,
না পারবো ভাষণে পৌঁছাতে তার কাছে।
নিকুচি করি এইসব ছন্দ অছন্দের
তোমাদের সকল স্বান্তনা আমি বুঝতে পারি
আমি জানি, তোমরা আমার ভালো চাও
আমি জানি সুহৃদ বলেই তোমরা চাও
দুয়েক ছটাক কষ্ট আমি কম পাই।

তারে ভুলে যাওয়াই কি সমাধান?
তারে ভুলে গেলে ক্ষত জোড়া লেগে যাবে?
তোমরা যতটুকু জানো, তার পরিচয় তার থেকে ব্যাপক
কেন কষ্ট পাই, কেন কান্না করি, কেন দুঃখ বিলাই
কিচ্ছু জানিনা, শুধু জানি-

শি ইজ ওর্থ প্রেয়িং ফর,
শি ইজ ওর্থ ক্রায়িং ফর,
শি ইজ ওর্থ লিভিং ফর।

মন্তব্য করুন