Skip to content

ঐতিহাসিক বদরের যুদ্ধ – মোঃ ইব্রাহিম হোসেন রাজশাহী

ঐতিহাসিক বদরের যুদ্ধ
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২৮-০৩-২০২৪ ইং

রমজানেরই সতেরোই তাং
মক্কাবাসীর কাফের গণ,
এক হাজারের সৈন্য দলে
মদিনা করে আক্রমণ।

সাতশোটি উট কাফেলারই
বে-দ্বীনের এক মস্ত দল,
ইসলামেরই পক্ষে লড়াই
সত্তর উটের বাঁধন বল।

দুইটি ঘোড়া তরবারি আট
তিনশো ঘোড়ার যুদ্ধ মাঠ,
কাফেরগণের সঙ্গে লড়াই
ইতিহাসের বিরল পাঠ।

তিনশো তেরো সঙ্গী লয়ে
দ্বীনের নবীর অভিযান,
রক্তক্ষয়ী সংঘর্ষতে
যায় সত্তরটি কাফের প্রাণ।

চৌদ্দ জনে শহিদ হলেন
আমার নবীর সঙ্গীরা,
বাকি যারা সবাই গাজী
নিপাত হলো বৈরীরা।

আল ইসলামের বিজয় কেতন
সত্তর কাফের বন্দিতে,
আলোকিত নব্য প্রভাত
মুসলমানের সন্ধিতে।

ওই কালিমার ঝাণ্ডা উড়ে
দ্বীন ইসলামের হয় বিজয়,
নবীর পথের সৈনিক যারা
হয় না তাদের হয় না ক্ষয়।

মন্তব্য করুন