Skip to content

এসকো –রমেন মজুমদার

এসকো
——
রমেন মজুমদার 21/12/22

হন্তি-দন্তি হয়ে হাপিত্যেস করে হাফগেরস্থ,
অপলক হয়ে স্মৃতিমেদুর উস্কে আসে;
বলার অপেক্ষাও করেনা মন্থনি মন।

বিনুনি বাঁধতে বাঁধতে বনবন করে পাক খায় চক্ররেলে…
দুলতে থাকে দোলনে অমৃত ছলকে,
নিতুই হাঁসফাঁস করে অবাধ্য আবদার
আনকোরা অনুভব নেউটে দেয় দীর্ঘ শয্যা।

সুহানা ইচ্ছা দুলিয়ে দেয় দোলন
আগাম ছয়লাবের শিস সঙ্কেত অগ্রগামী হয় উলঙ্গ;
আকাশ জোড়া আদরি মখমল চাদর
নৈবিত্তিক ভাবনার জলে ছয়লাব করে
আরতি দেয়া মন্থনে ।

আঁধার জয় করে ফিরে আসুক মৈথুনের
সমাপ্তি,
রাতকে ছিন্নভিন্ন করে সদর দরজায় উঁকি মারে প্রভাতী সুরুজ;
তারপর,দিন কাবার হলেও অচল স্বপ্নগুলো মাথাচারা দেয় সৌভিক চেহারায়।

সমাপ্তি সুখেরা নিরামিষ ভোজে মনকরে বেজার,
পালাকরে নিত্য যোগাভ্যাসে রপ্ত থাকার
রুটিন লিখতে হয়না ডায়েরিতে;
অচিরেই মোহনায় স্রোতের ঢেউ উপচে আসে বৈশাখী তুফানে।

মুক হয়ে ইচ্ছাগুলো বাসর সাজায় রাত হলেই…
তারপর দৌঁড়ের মাঠ পার করে ঝিমুনি আঁকে স্বপ্নের দোলায়;
আসেকি মনে এসকো বিশ্রাম করে শবদেহে লেগে থাকা রেণু।
**** সমাপ্ত—

মন্তব্য করুন