Skip to content

এর নাম যাই হোক স্বাধীনতা নয় – কমল মাইতি

এর নাম যাই হোক স্বাধীনতা নয়
            কমল মাইতি

নেতাদের নেতা একজনই
—নেতাজি
তিনি বিশ্বের প্রণম্য
আমি সেলুট করি;
সেলুট করার সঙ্গে সঙ্গে রক্ত ছলকে ওঠে
মনে পড়ে রক্ত দেওয়া হয়নি
রক্তের বিনিময়ে স্বাধীনতা
স্বাধীনতার জন্য নেতাজি রক্ত চেয়েছিলেন
সেই স্বাধীনতা প্রয়োজন
সকলে বুঝেছে স্বাধীনতা ছাড়া বাঁচা যায় না;
বাক্ স্বাধীনতা
শিক্ষার স্বাধীনতা
কর্মের স্বাধীনতা
বাঁচার স্বাধীনতা
কোনো অজুহাতে স্বাধীনতা হরণ করা যাবে না
এর নাম যাই হোক স্বাধীনতা নয়
নেতাজি পাষাণ হলেও আমাদের সঙ্গে আছেন
আমরা রক্ত দিয়ে স্বাধীনতা নেবো।

নেতাজি আমাদের নেতা ছিলেন
আর কোনো নেতা আমরা চাই না
তোমরা যারা মানুষ ঠকাচ্ছো
সেবকের নামে প্রভু সেজে বসে আছো
তোমরা কিসে আমাদের মতো? রক্তে ইংরেজ;
বাঁচার জন্য আমরা সহজে ভিখিরি
বাঁচার জন্য আমরা মুহূর্তে শত্রু
বাঁচার জন্য আমরা রক্ত দেবো
রক্ত দিয়ে আমরা বাঁচতে শিখব
সুন্দর তোমাদের অদৃশ্য গিলোটিন
গিলোটিনে আর মাথা দেবো না
এর নাম যাই হোক স্বাধীনতা নয়
নেতাজি পাষাণ হলেও আমাদের সঙ্গে আছেন
আমরা রক্ত দিয়ে স্বাধীনতা নেবো।

তোমরা হাত বাড়িয়ে দিয়েছিলে
আমরাও হাত বাড়িয়ে দিলাম
কিন্তু তোমরা আমাদের হাত ধরলে না
তোমরা হাতছানি দিলে
ছায়া পড়ল আমাদের মাথার উপর
তোমাদের চাতুর্য আমরা বুঝতে পারিনি
তোমরা উপর থেকে একদিনও নামলে না
আজ প্রভুর আসনে তোমরা বসে আছো
তোমাদের দাক্ষিণ্যের সমাধি আমাদের মাথায়
আমরা নিচে আরো নিচে মাটিতে ঢুকে যাচ্ছি
যাকে বলে কবর,জ্যান্ত কবর
এর নাম যাই হোক স্বাধীনতা নয়
নেতাজি পাষাণ হলেও আমাদের সঙ্গে আছেন
আমরা রক্ত দিয়ে স্বাধীনতা নেবো।

মন্তব্য করুন