Skip to content

এমন করে হেস না তুমি – মোঃ আমিনুল এহছান মোল্লা

সুহাসিণী, এমন করে হেস না তুমি,
কি এমন লুকোচুরি কথা দুই ঠোঁটের ফাঁকে !
খুব জানতে ইচ্ছে করে কি এমন ভাষা
এতো দূর তবু হৃদয় ওঠে কেঁপে
ফিরে এসো সুহাসিনী, আগুন ভরা রাতে
তোমার রূপালী আলোয় খুঁজে নিবো আমি
আমার তুমিকে—স্বপ্নের তুমিকে
ফিরে এসো এই বুকে, ফিরে এসো পুলকে
প্রণয়ের জোয়ারে উত্তাল সাগরে-
সুহাসিণী, এমন করে হেস না তুমি,
কি কথা বলো চুপি চুপি দু’ঠোঁটের আড়ালে
ভিতরটা কেঁপে ওঠে প্রবল তুফানে
তোমার রূপালী হাসিতে কি এমন ম্যাজিক
আগুন জেনেও আগুনে রেখেছি হাত !
——————————————–

মন্তব্য করুন