Skip to content

একুশ অমর

সংগ্রাম উদ্দীপ্ত চোখ,
পাষানের মতো খেলেছে এতদিন ধরে
রক্ত,বর্ণের শত্রু-পাষাণেরা;
আমাদের সপ্রতিভ ধমনীকে
পিষিয়ে নিভিয়ে ফেলতে চায়,
কিন্তু আমরা এখনো মনে প্রাণে বাঙালি,
যোদ্ধা আমাদের পরিচয়।
বৃদ্ধ আঙ্গুল দিয়ে
আমরা নিরঙ্কুশ ভাবে সংখ্যাগরিষ্ঠ সমর্থিনে বিজয় অর্জন করি।
আমরা আবার সেই আঙ্গুল দিয়ে
রাইফেলের ভিতরে বুলেট ভরে,
মায়ের শেখানো বুলিকে
যারা স্বজোর কন্ঠে আমাকে উচ্চারণ করতে দে না,
আমরা আবার সেই আঙ্গুল দিয়ে
হিংস্র বর্বরদের গলার টুটি চেপে ধরি।
আমার একুশ বছর বয়স
কখনো মরতে ভয় পায়না;
চির সবুজ শান্ত
স্নিগধ মাকে,
তার নিবিড় মায়াঘন বসন্তের আঁচলকে,
কোকিলেরমুখে বোনের গানের সুর।

মন্তব্য করুন