Skip to content

একুশে ফেব্রুয়ারি ( হোসাইন মাহমুদ সাগর)

বিশ্ব ইতিহাসে সৃষ্টি হলো,
এক নজির স্থাপন।
বাঙালি জাতি ভাষার তরে,
বিলিয়ে দিলো জীবন।

সারা বিশ্ব জেনেছিলো,
বাঙালি জাতি আস্থায় অবিচল।
চুরমার করেছিলো যে তারা,
সকল দাসত্ব শৃঙ্খল।

ভয় পায়নি তারা কোন রক্তচক্ষুর,
চোখ রাঙানিকে।
ময়দানে নেমে করেছে লড়াই,
বুলেটবিদ্ধ হয়েছে ঝাকে ঝাকে।

তাদের আত্নত্যাগে বাঙালি জাতি,
শ্রদ্ধা জানায় বার বার।
ইতিহাস গড়া বীর মোদের,
রফিক বরকত সালাম জব্বার।

কবির কলমের কালি যেনো,
রক্ত তোমারি।
তোমাদের রক্তেই অংকিত,
একুশে ফেব্রুয়ারি।

মন্তব্য করুন