Skip to content

একুশের চেতনা – মোঃ ইব্রাহিম হোসেন

একুশের চেতনা
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২১-০২-২০২৪ ইং

একুশ মানে বাংলা বরণ, একুশ মানে রক্ত ক্ষরণ,
একুশ মানে বৈরী দমন, একুশ মানে অগ্নি দহন।
একুশ মানে মায়ের ভাষা, একুশ প্রাণের স্বপ্ন আশা।
একুশ মানে হৃদয়ের আঙ্গিনায় প্রতিবাদের জ্বলন্ত ভাষা।

একুশ মানে প্রজ্জ্বলিত অগ্নির লেলিহান শিখা জ্বলে ওঠা,
সাগরের তীব্র ঢেউয়ের মাঝে শক্ত করে ধরা বৈঠা।
একুশ মানে এক সাগর রক্তের স্রোত বয়ে যাওয়া,
একুশ মানে শিশুর বোলে মাতৃভাষা ফিরে পাওয়া।

একুশ মানে বঙ্গমাতার ন্যায্য অধিকার ছিনিয়ে নেওয়া,
একুশ মানে বজ্রকণ্ঠে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া৷
একুশ মানে লাখো কোটি বাঙালির মুখে হাসি ফোটা,
একুশ মানে রাষ্ট্রভাষা বাংলা প্রতিষ্ঠার লাঠিসোটা।

একুশ মানে সালাম, বরকত, রফিক, জব্বারের প্রাণ-বলিদান,
একুশ মানে পাকিস্তানি উর্দু ভাষা প্রতিষ্ঠার অবসান।
একুশ মানে শত সহস্র দামালের রক্তের বিনিময়,
১৯৫২ সালের আন্তর্জাতিক মাতৃভাষার বিজয়।

একুশ মানে বর্তমান আঠারো কোটি মানুষের বিজয় উল্লাস,
একুশ মানে অ আ ক খ বর্ণমালার উজ্জীবিত উদ্ভাস।
একুশ মানে বিশ্বমানচিত্রের ভূখণ্ডে বাংলা আমজনতার,
একুশ মানে লাল-সবুজের পতাকায় অঙ্কিত বাংলা আমার অহংকার।

মন্তব্য করুন