Skip to content

একুশে=প্রভাত মণ্ডল

একুশে
প্রভাত মণ্ডল
,,,,,,,,
দিনটা ছিল একুশে
বাতাসে ছিল ফুরফুরে মেজাজ
বিহান বেলায় কে যেন
কৃষ্ঞচূড়া রঙে রাঙিয়ে ছিল নীলাকাশ
গুলদস্তা হাতে ছিল বসুন্ধরা
কি অপূবই না তার সাজ
ছিল চাতকের কন্ঠে সুখমধুর তান
পলাশ রাঙা শাড়ীতে
কোনো গ্রাম‌্য বালার লাজুক স্বরের গান।

দিনটা ছিল একুশে
কথাও ছিল যেন একটা গুমটানো ভাব
ভ্রমরের গুঞ্জনের মধ‌্যে ছিল প্রতিবাদ
হিজল, শিমূলের বিদ্রোহীর সাজ
বাংলা বাপ=ঠাকুরদার ভাষা
ওই ভাষাতেই বলেছিলুম প্রথম কথা
প্রান দিয়েও রাখবো তার লাজ।

দিনটা ছিল একুশে
পদ্মার বুকে জলতরঙ্গের উঠেছিল উচ্ছ্বাস
শালিক দম্পতি গুনে চলছিল প্রমাদ
বরকত, জব্বার, সালামের
রক্তে লাল হয়েছিল বসন্তের সকাল
দিনটা ছিল একুশে
ঢাকার রাজপথে রচে ছিল
বাংলাভাষা আন্দোলনের অমর ইতিহাস।

মন্তব্য করুন