Skip to content

একাল-সেকাল-কবি মোয়াজ্জেম বিন আউয়াল।

ছেলে বেলা কেটেছে
আমার কত না আনন্দে,
ছোটাছুটি আর খেলাধুলা
করতাম গিয়ে বন্দে।
ফুটবল,দাড়িয়াবান্ধা
খেলতাম হাডুডু,
যেমন খুশি তেমন সাজা
খেলতাম কানামাছি ভো।
পাড়ার ছেলেরা দল বেধে
কাঁদা মাটিতে গড়াগড়ি,
সন্ধ্যা হলে দল বেধে
ফিরতাম সবায় বাড়ি।
হাসি আনন্দে ভরা ছিল
আমার ছেলে বেলা,
আজকের যুগে মোবাইল পেয়ে
খেলা ধুলায় অবহেলা।
সারা রাত ফেইসবুক
আর টিকটকে সময় পার,
সকাল বেলা ঘুম থেকে উঠতে
ভালো লাগে না তার।
দিন দিন অলস হয়ে
যাচ্ছে যুব সমাল,
যাহা দেখে কষ্ট লাগে
পাই যে ভীষণ লাজ।
সেকাল থেকে একাল যেন
দূরত্ব গেছে বেড়ে,
সময় থাকতে যুব সমাজ
উঠতে হবে জেগে।
সোনার বাংলার সোনার দেশে
তোমারই ভবিষ্যৎ,
দুর্নীতি মুক্ত দেশ গড়িতে
করিবে শপথ।

মন্তব্য করুন