Skip to content

একাত্তরের যোদ্ধা – মোঃ ইব্রাহিম হোসেন রাজশাহী

একাত্তরের যোদ্ধা
মোঃ ইব্রাহিম হোসেন – রাজশাহী
রচনাঃ ১৮-১২-২০২৩ ইং

বীর মুজাহিদ মুক্তিযোদ্ধা
সালাম তোমার নামে,
এক লড়াকু অকুতোভয়
যায়নি কেনা দামে।

একাত্তরের সেই রাজাকার
পাকিস্তানির কাছে,
লোলুপ মনে দেশকে বেচে
শির উঁচিয়ে নাচে।

স্বার্থলোভে মোহের ক্ষোভে
বেইনসাফি মতি,
হায় রাজাকার আল-বদরের
শিরটা হলো নতি!

লুণ্ঠনে ধন নারী হরণ
তাদের সঙ্গ’দানে,
বঙ্গ দামাল মারলো কত
নিরীহ জন প্রাণে !

তাদেরই কেউ জেলখানাতে
কেউ বা বাহির দেশে,
রণাঙ্গনের বীর সাহসী
তুমিই বীরের বেশে।

ভয় করোনি হে লড়াকু!
একাত্তরের যোদ্ধা,
বক্ষ মাঝে ঠাঁই দিয়ে তাই
হাজার সালাম শ্রদ্ধা।

মন্তব্য করুন