Skip to content

একাকী কষ্টের প্রহর – মোঃ ইব্রাহিম হোসেন রাজশাহী

একাকী কষ্টের প্রহর
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ০২-০৫-২০২৪ ইং

ষাট বছরের জিন্দেগী প্রায়
চল্লিশ হলো নাশ,
চৌদ্দতে বৌ তোমায় পেলাম
আটাসেই বনবাস।

এর মাঝে হয় সন্তানাদির
জন্ম ভুবন ‘পর,
নাহি হয় দেখা তাদেরও সে মুখ
এক নজরের তর।

এক দুই করে একাকী প্রহর
এক যুগ হলো পার,
বিশ বছরের বাকিটা জীবন
রবো কতদিন আর?

সঙ্গিবিহীন মনটা আমার
সঙ্গ তোমার চাই,
অভাব ঘরের নিত্য বিরাজ
তাই এ-সবের দায়।

ইচ্ছা ভীষণ দেখবো তোমার
চাঁদমাখা ওই মুখ,
বুকের ভেতর কষ্ট দাফন
পাই না তো এই সুখ।

আর কতকাল এইভাবে দিন
কাটবে আমার প্রভু,
দুখের দহন প্রবাস জীবন
হবে নাকি শেষ কভু??

মন্তব্য করুন