Skip to content

একমুঠো ছেলেবেলা~তমাল দাশ

নিজের থেকে অনেক দূরে, হারিয়ে গেছ তুমি
তোমায় দিলাম নিঝুম রাতে, একমুঠো মৌসুমি
আরেকটি বার নৌকো বানাও, খাতার পাতা ছিঁড়ে
হারিয়ে যাওয়া হাফ ছুটিরা, আসতে পারে ফিরে

সেই যে হলুদ ডানার পাখি, কোথায় গেল উড়ে
সেই যে নদী আপনভোলা, পড়ন্ত রোদ্দুরে
সেই আমাদের মেঘলা দুপুর, কয়েকটা হরবোলা
বানান ভুলের শাস্তি ছিল, অগুনতি কানমোলা

চিলেকোঠার অন্ধকারে সে সব কথা বন্দী
তুমি এখন নিজেই নিজের বিরাট প্রতিদ্বন্ধী
তাই তোমাকে ফিরিয়ে দিলাম, একমুঠো মৌসুমি
নিজের ছোট্টবেলায় আবার দাঁড়াও গিয়ে তুমি

ওই যেখানে বৃষ্টি আসে, সবুজ ধানের ক্ষেতে
নামতা পড়ে ভাই বোনেরা, ছোট্ট মাদুর পেতে
হাঁটুর সমান জল জমে যায়, বাড়ির পাশে মাঠে
একটা কুকুর লেজ নেড়ে যায়, ঘুণ ধরা চৌকাঠে

বন্ধ যত জানলা কপাট, খুলে দুহাট করে
সবুজ ঘেরা লাল কাঁকড়ের, শূণ্য পথটি ধরে
রাখাল ছেলের সঙ্গে নাহয় হারিয়ে গেলে তুমি
যাওয়ার পথে সঙ্গী হল দুরন্ত মৌসুমি ।।

মন্তব্য করুন