Skip to content

একদিন আবারও -নজরুল ইসলাম খান

একদিন আবারও
————————–
–নজরুল ইসলাম খান

একদিন আবারও দেখা হবে হয়তো তোমার সাথে,
এক রোদ ঝলমলে প্রাতে হাত ধরে হাতে।
কিংবা দেখা হবে ঘন কুয়াশায় ঘেরা অমাবস্যার রাতে,
তোমার -আমার মুখ মলিন বিধ্বস্ত যাতে।

অথবা আমার পথ শেষ হয়েছে দেখবে কোন গভীর খাদে, বজ্র নিনাদে।
তুমি হয়তো বসে আছ গালিচা বিছানো কাঁচ ঘেরা ঘরে,
আরাম পালঙ্কে হেলান দিয়ে।
আর দেখছ কেমন আমি যাচ্ছি শেষ হয়ে ।

কিংবা দেখা হবে দুজনের ঠিক বিপরীত ঘটনাতে।

অথবা দেখা হবে না তোমার সাথে আর আমার
কোন কালে,
নিঃশেষ হবে সবকিছু চিরতরে ।
পাতারা যেমন ঝরে গেলে পঁচে যায় মাটির ভিতরে ।
ফুটন্ত গোলাপ, মৌমাছি, উড়ন্ত পক্ষী
কারোই থাকে না কোন দায় জীবন শেষ হলে।
তেমনটা হলে কেমন হতো?
হবে কি তেমন?
না কি হবে আবারও কোনকিছু নতুন করে এরপরে ?

২৯/১২/২০২৩
তালতলী , বরগুনা

মন্তব্য করুন