Skip to content

একটু ভুলের জন্য- সুপ্রিয় ঘোষ

সেদিন স্বাধীন দুজনে, স্পর্ধিত সন্ধ্যায়,
অবনত মুখ, স্পন্দিত ঠোঁটের ডগায়
নেমে এসেছিল, গোধুলির রাঙা সুখ,
ছুঁয়েছে সীমা অতিক্রান্ত করানো অসুখ।

একে একে বালুতট ভেঙে গুপ্ত মধুরিমা
নীল তরঙ্গে ভেসে গেছে, উত্তাল চন্দ্রিমা
জলধি প্রলয়ে মেলে দিল তৃষিত পাল,
বলে, মাঝি এগোতে সজোরে, ধরো হাল।

চিৎকারে, শীৎকারে, উত্তাল তরঙ্গ সে,
কখনো ডুবায়, কখনো ভাসায়, অক্লেশে।
ঐ জলরাশিতেই ছড়ায় চিহ্ন সবই,
বাসনাযূপে বাঁধা ছিল যা’কিছু এতদ-ই।

সন্তাপ জাগে বালুচরে, স্থির নীল তাপে,
হৃদে সমাধির শিলা ভাঙে, কথার খেলাপে।
নিভৃতে প্রেম কাঁদে, ফুঁসে ওঠে সুপ্ত শোকে,
অচেনা মুখের আদলে, খোঁজে আপনাকে।

@সু

মন্তব্য করুন