Skip to content

একটি হাসি – আতাউল গনি

একটি হাসি

খুঁজিনাকো সাত রাজার ধন
হিরা চুনি পান্না
খুঁজে ফিরি একটি হাসি
পাতা ঝরার গান না!
যে হাসিতে কুয়াশা ভেঙে
এক ফালি চাঁদ হাসে
আমার প্রেমের নিথর জলে
পদ্ম হয়ে ভাসে।

যে হাসিতে হৃদয় মাঠে
বাসন্তী ফুল ফোটে
যে হাসিতে কুহুকণ্ঠে
কোকিল গেয়ে উঠে।
সে হাসিতে কষ্ট ভোলায়
দুঃখ করে জয়
নতুন দিনের বার্তাতে হয়
রঙিন সূর্যদোয়!

একটি প্রভাত শুরু হওয়া
সেই হাসিটা বিনে
হৃদয় আমার ভরবে নাকো
চাঁদটি দিলে কিনে!

মন্তব্য করুন