Skip to content

একটি বুলেট – প্রভাত মণ্ডল

  • by

জটলা ভিড়ে ঠাসা
প্রানবন্ত শহর
প্রতিহিংসায় একটি বুলেট
হল শেষ কথা
যে ছিল তোর প্রিয়
সখা ভাই
কিসের নেশায় করলি
তার রক্তে স্নাত
এ কোন মানবিকতা
করলি আবিস্কার
একটু আগে যার কতো ছিল
আশা, প্রতিবাদী ভাষা
একটি বুলেট হলো
শেষ কথা
নিথর শরীরটা পড়ে আছে
ভিড়ে ঠাসা
আপনজন এঁটেছে কুলুপ
বেঁচে থেকেও মরা
কত প্রতীক চিহ্নের
আনাগোনা
আইনের চোখ কালো কাপড়ে
পড়েছে বাঁধা
প্রতিবাদহীন নীরব শহর
এ কোন মানবিকতা
একটি বুলেট হল
শেষ কথা।

মন্তব্য করুন