Skip to content

একটি করুণ ধ্বনি (শেখ রাসেলের স্মরণে) – দেবশ্রী মন্ডল

বড্ড করুণ একটি ডাকে
কাঁদছে মায়ের প্রাণ,
রাসেল সোনা ডাকছে মাকে
মায়ের বুকের ধন।।
রক্তরাঙা শাড়িতে মার
নিথর দেহ আছে,
রাসেল সোনা মানিক যে আজ
নেইতো বুকের কাছে।।
সিঁড়ির উপর পিতার দেহ
মৃত্যুফাঁদে ভাই,
কেঁপে কেঁপে উঠছে রাসেল
মৃত্যুভয়ে তাই।।
নিঠুর ঘাতক মানুষ নামের
রাখলি না তুই মান,
এক নিমেষেই নিভিয়ে দিলি
ষোলোটি তাজা প্রাণ।।
বিচার তোদের হবেই হবে
শাস্তি তোদের হোক,
শান্তি পাবে দেশের লোকে
কমবে বুকের শোক।।

মন্তব্য করুন