Skip to content

একটা স্বাধীনতা চাই

কবিতা-একটা স্বাধীনতা চাই
কলমে- আশীষ গুহ
“একটা স্বাধীনতা চাই”…….কে বললো? কে বললো?
রাস্তার পাশে লাঠির মাথায় পতাকা লাগিয়ে ছেলেটি,
শতছিন্ন পোশাকেও ! তাকানোই, কথাবলাই পূর্ণ শালীনতা।
পঞ্চায়েতের মাথা, সাইকেল থামিয়ে জিজ্ঞাসা করে,
“এই খোকা জানিস, স্বাধীনতা কি”?
” জানি, যেটা দুবেলা খেতে দেয় সেটা স্বাধীনতা,
যেটা আমাদের অধিকার চেনায়, সেটা স্বাধীনতা”।
ছুটে পালায় ছেলেটি, কাগজের পতাকা উড়ে যায়
অনেক দূরে, রাস্তায় দাঁড়ানো মেয়েটি কুড়িয়ে পায়।
পতাকাটি দেখে বলে,” একটা স্বাধীনতা চাই”।
এক মস্তান বলে, ” এই জানিস, স্বাধীনতা কি”?
চড়া সাজের আড়াল থেকে বেরিয়ে মেয়েটি বলে,
না কে “না” বলতে পারার নাম স্বাধীনতা।
মস্তান ভাবে, সে তো কখনো নেতাদের কথায়
না বলেনি। তবে ,” আমারো একটা স্বাধীনতা চাই”।
স্বাধীনতা দিবসের সারাদিন সবাই স্বাধীনতা চায়,
মঞ্চে বড়ো দরের নেতা উঠে বলেন…
“আমি আপনাদের স্বাধীনতা এনে দেবো, যদি না পারি,
আমি দল ত্যাগ করবো। কাগজের পতাকাটি নিয়ে
মঞ্চে আসে সেই মস্তান, তুলে দেয় নেতার হাতে,
নেতাও দেখে বলে “একটা স্বাধীনতা চাই”….
চারিদিকে বিপুল করতালি, আসলে পতাকাটিতেই
লেখা ছিল “একটা স্বাধীনতা চাই”।
স্বাধীন দেশে যখন মানুষ পরাধীনতার নাগপাশে
বাঁধা থাকে, তখন নির্বাক পতাকাও বলতে চায়
” আমি একটা স্বাধীনতা চাই”……

প্রীতিবাদী কবিতা,

মন্তব্য করুন