Skip to content

একটা চাকরির খুব দরকার -: অভীক মল্লিক

হঠাৎ একদিন সময় থমকে গিয়ে
আমায় বললো বয়স তো অনেক হলো ,
এবার বেকারত্বের পথ থেকে একটু আর্থিক
সাচ্ছল্যের পথের দিকে রওনা দাও ।পরিবারের অভাব অনটন দেখে সেদিন আমার মানবিকতা চিঠি পাঠালো ,আমারই বিবেকের দুঃখের মধ্যে দিয়ে, জানালো এবার
সবার দায় দায়িত্ব নিজের কাঁধে তুলে নাও।
গতকাল রাত্রে ভালোবাসার মানুষটা ফোনে আমায় বললো সময় তো পেরিয়ে যাচ্ছে,
বললো একটা কাজ জুটিয়ে নিয়ে কবে
বাবার কাছে প্রস্তাব নিয়ে আসবে?
একবার মা বলেছিল তোর রোজগারের
পয়সায় যেদিন ধার দেনা শোধ হবে
সেদিন মা আঁচলে চোখ মুছবে আর
সুখের হাসি হাসবে ।

মন্তব্য করুন