Skip to content

একটা গল্পের ইতি টানতে হবে। মুনতাসির মামুন।

একটা গল্পের ইতি টানতে হবে!
গল্পটা অনেকটা ভালোবাসার।
গল্পটা রং তুলির চারুকলার।
গল্পটা অনেকটা বিশ্বাসের।
গল্পটা মৃদু মন্দ বাতাসের।
গল্পটা অনেকটা শুন্যতার।
গল্পটা আরেক টা অন্বেষণ এর।

আকাশের বুকের মেঘের গল্প।
শালিক পাখির সুরের গল্প।
নতুন সময়ের শুরুর গল্প।
আহা মরি সব কথার গল্প।
নিজের অস্তিত্বতের গল্প।
হারিয়ে যাওয়া মনের গল্প।

এই গল্পের কোনো সার্থ নেই।
নেই কোনো সন্ধির সফলতা।
এই গল্পের কোনো অর্জন নেই।
নেই কোনো ব্যর্থতা কালো ছায়া।
এই গল্পের কোনো বন্ধুত নেই।
নেই কোনো মিথ্যার আকুলতা।

যে গল্প তোমার আমার।
শেষ করার সময় আসেছে।
ওহ্ লিখতে গিয়ে ভুল করে ফেলছি।
তুমি তো অনেক আগেই
ইতি টেনেছ এ-ই গল্পের।
আর আমি কথা দিয়েছিলাম বন্ধু।
আর আমি কথা রাখতে পারি।
তাই তো হলো না গল্পের শেষ।

একটা শেষ দেখতে চাই সাফল্যের গল্পের।
একটা ইতি টানতে চাই ব্যর্থতার গল্পের।

মন্তব্য করুন