Skip to content

একটা আলোর ভোর – কমল মাইতি

একটা আলোর ভোর
      কমল মাইতি

কে যেন বললে ডেকে “যদি প্রেমের কবিতা লিখতে পারো, তোমায় একটা ফুলের মালা দেবো”, সেই কালোরাতে ভেঙে গেল ঘুম
ফুলে ভ্রমর বসেনি তখনো বাতাস মাখেনি সুর
একটা প্রেমের কবিতার জন্য প্রথম অঙ্কুর
মাটি খোঁজে, আলো খোঁজে,জল আর বাতাস
গোধূলি-রাগে নদীর সোনার নূপুর নৃত্য-পায়
কথা গান হয়ে যায় যদি একটুখানি প্রেম পায়;
সে আঁধার কাটেনা,ফোটে না আলো, তবু অপেক্ষায় থাকি একটা সূর্যোদয় যদি হয়
গোপনে চয়ন করে নেবো একটা প্রেমের গান
ইমন সুরে শুনিয়ে যাব সারা জীবনভর
চাইনা কিছুই, আঁধার ঘুঁচে একটা আলোর ভোর।

মন্তব্য করুন