Skip to content

একজন মানুষ দরকার – ইসমাইল মুকুল

যখন ভীষণ একা লাগে,
জীবনকে অর্থহীন মনে হই,
অন্ধকারে বসে হাতে হাত রেখে-
কথা বলার জন্য,
একজন মানুষ দরকার।

দু’মুটো গরম ভাত রান্না করে আমি নিজেই খেতে পারি,
নিজের কাপড় নিজেই ধুতে পারি,
নিজের বিছানা নিজেই পরিষ্কার রাখতে পারি।

মনে জমে থাকা কথা বলার জন্য,
সমুদ্র পাড়ে হাঁটার জন্য,
তেপান্তরে বসে জোছনা দেখার জন্য,
ঝর্ণার জলে এক সাথে পা ভেজানোর জন্য,
নির্জন পাহাড়ের পথ ধরে গান গাওয়ার জন্য,
কবিতা লিখে, পড়ে শোনাবার জন্য,
তার কারণে নিজের শরীরের যত্ন নেবার জন্য,
একজন মানুষ ভীষণ দরকার।

অত বেশি চাহিদা আমার নেই,
আঙ্গুলে আঙ্গুল রাখা,
চোখে চোখে তাকানো,
হাঁটতে হাঁটতে গায়ে গা লাগা,
আর একটা গভীর আলিঙ্গন,
এতটুকু যথেষ্ট আমার জন্য।

একজন মানুষ দরকার,
মাঝেমাঝে একাকিত্বের সঙ্গী হবার জন্য,
দুঃখগুলো দেখানো জন্য,
সুখগুলো শেয়ার করার জন্য।

একজন মানুষ ভীষণ দরকার,
এটা বোঝানোর জন্য যে,
দেখো, আমারও আছে!

মন্তব্য করুন