Skip to content

সত্যি ভেবেছিলাম তুমি আমার জন্য
এতটুকু জায়গা রেখেছো মনের ঘরে,
যে তুমি রোজ আমার ঘুম ভাঙ্গাবে
কবিতার উৎস হবে পূর্ণি আলোর মতো!
এখানেও বিশ্বাস ঘাতকতা করলে, ছলনা করলে
কাছে এসেও চলে গেলে দুর বহুদূরে
এতো দিন যে মিষ্টি হাসিটা দিয়েছিলে
এর গভীরে যে ছলনা ছিল, ষড়যন্ত্র ছিল
আজ ঢের টের পাচ্ছি !
আজ আমি কাঠগড়ায়, আজ আমি অভিযুক্ত !
হয়তো বেশীই ভালবেসেছিলাম !
তাইতো মনের জানালায় আলপনা এঁকেছিলাম
তুমিও কবিতার উৎস হতে এসেছিলে
কবি আছে শুধু তুমি নেই কবিতায়
কবিতার চরণগুলো অনলে ছাঁই করে দিলে
অথচ এই কবিতাই তুমি !
মিথ্যে অভিনয়ে নিজেকে নিজেই পুড়ালে।
———————————————–

মন্তব্য করুন