Skip to content

উড়োজাহাজ

উড়োজাহাজ ওড়ে যায়, অনেক স্বপ্ন নিয়ে চলে যায় পাখি, কারও আঁখি চেয়ে থাকে আকাশে।
শিমুলের তুলো ওড়ে এসে বসে চুলে, সাইক্লোনে ওড়ে যায় একটি কুঁড়েঘর, শহরের নতুন গাড়িটি পড়ে খাদে। একটি জীবন আগুন জ্বালাবে বলে ঘর ছেড়েছিল, পাখির নীড়ের ডিমের মতো মায়া নিয়ে বৃষ্টি এসেছিল বেগুনের ক্ষেতে।
এয়ারপোর্টে দাঁড়িয়ে ভাবী হয়তো আমিও একদিন শিমুল তুলোর মতো পাখির মতো উড়োজাহাজের মতো নয়তো একটি ঘূর্ণিবায়ুর মতো চলে যাবো কিংবা চলে
আসবো এপ্রিলের কোন এক ওষ্ঠে ও কষ্টে।

মন্তব্য করুন