Skip to content

উড়ন্ত পায়রা

কবিতা: উড়ন্ত পায়রা
লেখা: Orpita oyshorjo

নীল আকাশের মেঘের ছায়া ,যেন এক উড়ন্ত পায়রা, 
সাদা পায়রা গুলো মুক্ত বাঁধনে মুক্ত হাওয়ায়
অবাধ যেন তাদের চলাফেরা।
সাগর-মহাসাগর হিমালয় প্রান্তর
সুখে দু:খে কিসে যেন কাতর
ঘুরে ফিরে আসে বারংবার;
এবার বুঝি এলো সেই ঘন আঁধার !
নেই তার ক্লান্তি অবসাদ
যেন সে হয়ে আছে উন্মাদ ।
চির উড়ন্ত সাদা পায়রা
লক্ষ্যে চলে যেন সে অবিচল ।
চলে যাওয়ার সময় আশার ভেলায় চড়ে সারাবেলা,
যেন খোলা আকাশের নীচে সাদা মেঘের ভেলা
এ যেন তার নিত্যে দিনের স্বপ্ন স্বপ্ন খেলা
শূন্য হাতে নীড়ে ফিরে অবশেষে
উড়ে যেতে চায় সে যেন নব দিগন্তে
ব্যস্ততার ভিড়ে হারিয়ে যাওয়া যায় কি ?
যায় না ।
তবু উন্মুক্ত আকাশে তারা উড়ে যায় ঠিক নিয়ম করে
ভ্রান্তির ছলনে ব্যস্ত সে নিরন্তর,
থাকতে চায় যেন চিরন্তর ।
চাইলেও তাদের আমরা আটকাতে পারিনা
ছেড়ে যেতে চাইলেও ছাড়তে পারিনা
কিছু স্মৃতি থেকে যায় মনের মধ্যে
যা কখনো ভোলা যায় না
পূর্ণে-অপূর্ণে রয়ে যায় সব।
কিছু যন্ত্রণাদায়ক অনুভূতিটার তীব্রতা সহ্য করা যায় না
তাদের বিদায় দিতে চাইলেও বিদায় দিতে আমরা আর পারি না
মনের মধ্যে রয়ে যায় যেন তারা সারা বেলা
ভালো নেই আমরা তাদের ছাড়া।

মন্তব্য করুন