Skip to content

উৎসব শেষে – মল্লিকা রায়

ছক কাটা প্রহরের গায়ে এখন নি:স্তব্ধতা
ভয়
তর্পণ শেষে ফিরে গেছে নৌবাহিনী
কোন নির্বাহ নেই আজ, গড়িয়ে যাওয়া যায়
একভাবে বিনা দায়ে
প্রশ্ন সেরে সময় আজ থমকেছে
যাবতীয় ফেলে আসা নাক্ষত্রিকে, অর্ধাকার
উপগ্রহ তার ছায়া শুধু।

এই কাঁচঘর
উদ্বায়ী নেই
কাঠ খড় জ্বেলে শুধুই আহুতি
সরে গেলে বিভ্রান্ত এ ভ্রম
কে জানে বধির হব কিনা

মন্তব্য করুন