Skip to content

উষ্ণ চুম্বন – ভাস্কর পাল

উষ্ণ চুম্বন

নিথর মধ্যাহ্ন, শরীরের শিহরণ
ঢোলতে শুরু করেছে রবির কিরণ,,
নিশি নামিবার তরে উষ্ণ স্পন্দন খেলে গেলো
ক্রমশ ক্রমশ দূরত্ব কমিতে লাগিলো।
শিরশিরিয়ে উঠিল, লোমকূপে জড়তা কাটিলো
গোপন প্রেমের পূর্ণ চুম্বন নেমে এলো।
দিগন্তের আলোর শেষ রশ্মিপাতে।।

উন্মুক্ত প্রেমিকার কেশ হইতে এক মাধুরী
প্রেমিকের ঘ্রানেন্দ্রিয় কে জখম করিল
দুর্বল হয়ে উঠতে লাগিল জোড়াগ্রস্থ শরীর দুটো
বিহব্বল চোখ দুটোয় নেমে এলো প্রেমের বর্ষণ,,
কি ভয়ঙ্কর খেলায় লিপ্ত হয়েছে যুগলদ্বয়।।

বুকের হৃদস্পন্দনের শব্দ যেন বজ্রপাতের সহিত
তাদের কর্ণপটহে ঝংকার অনিছে,
বিষন্নতা কাটিতে একটু সময় লাগিছে
তবে লিপ্ত খেলার ভঙ্গন নাহি ঘটে।
শীতের শেষে বসন্তের প্রহরেও উষ্ণতা ঊর্ধে
সঙ্গোপনে তাহারা মেতে উঠেছে মাতিয়ে তুলেছে।
মধ্যাহ্ন কাটিয়া নামিয়া এসেছে দিগন্তের অন্ধকার
অনেকটা মুহুর্ত লেগে গেছে দূরত্ব মেটাতে।
প্রমিকার হস্তে প্রেমিকের এক হাত
অন্য হাতে কেশও রাশি,,
মেঘের কুঞ্জ ঝরে ঝরে পড়ছে যেন সেথা হতে
কাজলে সজ্জিত আঁখিতে শঙ্কা মিশ্রিত,,
জটিলতা কাটিয়ে শক্ত করে হাতটা ধরে
মিশিয়ে দিলো নিজেকে প্রেমিকের উষ্ণ চুম্বনে।।

মন্তব্য করুন