Skip to content

উপেক্ষা – ইন্দ্র চন্দ্র নীল

উপহাস তারাই করে,যারা নিজে কিছু করতে পারে না এবং অন্যকেও কিছু করতে দিতে চায় না।

যেটা নিজে পারছে না সেটা অন্য কেউ করলে তাদের মনের ভেতর একপ্রকার হিংসের সৃষ্টি হয়।যা ধীরে ধীরে এলার্জির মতো রূপ ধারণ করে ফেলে।তখন তাকে পিছিয়ে দেওয়ার জন্য অন্য কোনো পন্থা খুঁজে না পেয়ে তাকে অথবা তার কাজকে নিয়ে উপহাস করা শুরু করে দেয়।

যাতে করে মানুষটা উপহাসিত হয়ে পেছনের দিকে পিছিয়ে যেতে থাকে। অর্থাৎ মানুষটা যাতে তাকে টপকিয়ে উপরে উঠতে না পারে।

যারা বোকা তারা এই ধরণের লোকদের কাছে উপহাসিত হয়ে পেছনের দিকেই ধাবিত হতে থাকে,আর যারা চালাক তারা শত উপহাস উপেক্ষা করে ঠিকই নিজের গন্তব্যে পৌঁছে যায়।

এ যুগে ও সব ভাবলে চলবে না। লোকে কি বলবে? না ওটাই ওদের কাজ।
আপনারা কাজ যত্নের সাথে এগিয়ে চলা মনোযোগ দিয়ে শ্রদ্ধাশীল চিত্তে নিজের কাজ এগিয়ে নিয়ে যাওয়া।

মানুষ যদি আপনার কাজ দেখে হাসে,তবে বুঝে নেবেন আপনি সঠিক পথেই এগোচ্ছেন। সুতরাং হাসি দেখে লজ্জিত হয়ে সেই কাজ বাদ দিয়ে কখনোই চুপ করে বসে থাকবেন না।

কারো কথায় কান না দিয়ে নিজের মতো করে করে চলুন, সফলতা আপনাকে নিজেই এসে ধরা দিয়ে যাবে।

উপহাস কে উপেক্ষা করে চলার পথই দেখাবে জীবনের সাফল্য, জীবনের মার্গ।

মন্তব্য করুন