Skip to content

উপেক্ষা- রাব্বী আহমেদ

অপেক্ষার দিন শেষ এবার উপেক্ষার পালা,
আর কোনো দিন অপেক্ষায় থাকবো না আমি,
হঠাৎ মুঠোফোন বেজে উঠলে ভাববো না তোমার ফোন,
কিংবা তোমাকে কল দিয়ে তাকিয়ে থাকবো না স্ক্রীনে।

বৃষ্টি যদিও আসবে আসুক,
তাতে আমার কি?
অপেক্ষায় থাকবো না আমি।

বৃষ্টি শুকিয়ে যাবে খড়া নিয়ে কাটাবো সময়,
ঘড়ির কাটার দিকে তাকিয়ে অলস বিকেল পার করবো না
তোমার একটি খুদেবার্তার অপেক্ষায়
মাঝরাতে হঠাৎ জেগে উঠবো না।

কখন খেয়েছ,আদৌ খেয়েছ কি না,
না খেয়ে ঘুমিয়ে পড়লে কি না
খোঁজ নেব না আর।
এবার উপেক্ষার পালা,
তীর্থের কাকের মতো তোমার উত্তরের অপেক্ষা করবো না চ্যাটবক্সে,
তোমার কাছ থেকে ধীরে ধীরে চলে যাবো
মিলিয়ে যাবো, হয়তো ফুরিয়ে যাবো
তবুও অপেক্ষা করবো না আর
এবার উপেক্ষার পালা,
বুঝবে অবহেলা তৈরি করে বুক জুড়ে কি গভীর হাহাকার।

মন্তব্য করুন