Skip to content

উপমা – মোঃ রুহুল আমিন গাজী

হে বঙ্গনারী আমার ছন্দের
সব উপমা তুমি,
তোমার ছোঁয়ায় শীতল হৃদয়
শান্ত…. তপ্তভুমি।

তোমার রূপের নেই তুলনা
অনন্য এক সৃষ্টি,
দীঘল কালো চোখের চাহনি
অপলক ঐ দৃষ্টি।

তোমার রূপে অবাক করলো
ভ্রমর জোড়া আঁখি,
মোর কবিতার কাব্য কথায়
ছন্দের তালে রাখি।

তোমার পায়ের পায়েল খানির
শব্দ আজো শুনি,
তোমায় নিয়ে বিভোর থাকি
ছন্দের পংক্তি বুনি।

মায়াবী চোখ মায়াবী রূপ
হৃদয় হরণ করে,
আমার যত… সুখ লুকিয়ে
আছে তোমা তরে।

হে বঙ্গনারী আমার কাব্যেয়
তুমি বঙ্গের সেরা,
রত্নের খনি মোর হৃদয়ে
মিছে মানিক হেরা।

মন্তব্য করুন