Skip to content

উন্মুক্ত কারাগার — নজরুল ইসলাম খান

উন্মুক্ত কারাগার
———————–
–নজরুল ইসলাম খান

মাসের আগে বেতন শেষ ,
চলতে পারি না ।
শাস্তির ভয়ে সাহস করে
বলতে পারি না ।
যখন তখন পকেট কাটা,
সইতে পারি না ।
লাঞ্ছনার ভয়ে সত্যি কথা
কইতে পারি না ।
প্রতিবাদে হামলা হবে
ভাবতে পারি না।
মামলার ভয়ে আলগা করে
তুলতে পারি না ।
উন্মুক্ত কারাগার এই
ভাঙ্গতে পারি না ।
কষ্ট ছাড়া আর কিছু
আনতে পারি না ।
সাত সতেরো কতো অন্যায়
মানতে পারি না ।
জুজুর ভয়ে সব কিছু
লিখতে পারি না ।
১৫/১১/২০২১
টুটপাড়া , খুলনা

মন্তব্য করুন