Skip to content

ইলিশ — নজরুল ইসলাম খান

ইলশেগুঁড়ি ইলশেগুঁড়ি ,
ইলিশ কোথায় থাকে?
ইলিশ থাকে জোয়ার ভাটায়,
ভরা নদীর বাঁকে ।

ইলশেগুঁড়ি ইলশেগুঁড়ি ,
ইলিশ দেখতে কেমন?
ইলিশ হলো মায়ের গলার
রূপার গয়না যেমন।

ইলশেগুঁড়ি ইলশেগুঁড়ি ,
ইলিশ কারা খায় ?
ইলিশ তো খায় তারা, যাদের
সাদা জামা গায়।

ইলশেগুঁড়ি ইলশেগুঁড়ি ,
ইলিশ খেতে চাই ।
ইলিশ ভরা কাঁটা শুধু ,
ইলিশ খেতে নাই ।

০১/১০/২০২৩
টুটপাড়া , খুলনা

মন্তব্য করুন