Skip to content

ইতি, তোমার অপ্রেমিক – অভীক মল্লিক

প্রিয় সৌম্য, কেমন আছো তুমি?
কেমন চলছে তোমার সাজানো সংসার?
আমার বিশ্বাস তুমি হয়তো সুখেই আছো ।
এখনো তুমি রবীন্দ্রসদনে স্বরচিত কবিতা পাঠ করো?
আগের মতো গান গাও প্রান ভরে?
সত্যিই খুব জানতে ইচ্ছে করে তোমার কথা।
হয়তো আমার শেষ চিঠিটির পিয়নের থলিতে চিঠিটার ধুলোর আস্তরণের হিসাব বহুদিনের।
আমার কথা মনে পড়ে তোমার?
তোমার স্পর্শ আমাকে আর অনুভব সৃষ্টি করাবে না।
আর যদি করে তবে তখন আমি থাকবো অন্য পৃথিবীতে। তুমি ভালো থেকো, ইতি তোমার অপ্রেমিক।

মন্তব্য করুন