Skip to content

আ বা র আ সি ব ফি রে – মল্লিকা রায়

আসবো যখন মেঘলা হবো
তুমুল আকাশ জুড়ে
পথগুলো সব সোনায় মোড়া
প্রেমের ভুবন পারে।
পথ দু’ধারে শান্তি জলের-
জোয়ার এসে শেষে
মন রাঙাবে তোমার ভুবন
অগাধ বেলায় হেসে।
চামচ কিন্তু এ” ছাপ হবে
মঞ্চটা বেশ জমাট
লাঞ্চে খাবো মশলা ধোঁকা
থাকবে’না ঝঞ্ঝাট ।
হপ্তা দু’দিন বাজার যাবো
জাপটে হাতের রেশ
আমরা দু’জন সু’জন হবো
ক্ষণিক মিছে বেশ ।
মিথ্যে হলেও সত্যি করে
ভাবব না’হয় কিছু
আসব তবু জনম জনম
থাকবে বাঁধণ পিছু ।
সাজিয়ে রেখ মনটা এবার
জনম জনম ধরে
আসব ফিরে ঘুরেফিরেই
মানব জীবন ফিরে ।

মন্তব্য করুন