Skip to content

আহা তুই-তুই আহা – মল্লিকা রায়

৭৮এর সন্ধ্যেবেলায় গলির মোড়ে শিষ্
জটলা ছিল নিত্যদিনের অামি তো উনিশ ।
বাউন্ডুলে ঠুনকো কাজে পাড়ার সংস্কার
চোখ্ পড়ে তোর লাজুকমুখে সদ্য অনাচার।
পাশের বাড়ী শমন জারি বন্ধ হল ঘর
পাখ্ পাখালি গৃহস্থালী উদাস অনুচর–

ঝাপটা মনে খিড়কীগুলো ঝঞ্ঝা দিয়ে যায়
ছোট্ট মতন সেই নদীটা ডাকত কাছে আয়।
উড়বি যদি আমার বুকে হাজার মাতন দে
আকাশ দেবো,বুকের ছাতি নতুন অানন্দে।
চিনচিনে সুখ,ওষ্ঠে জোয়ার অন্য রকম সব
বন্ধ ঘরে বাড়ছিল তাই ছোঁওয়ার মহোৎসব।

মন বসেনি ফমূর্লা আর এরিথমেটিক ধাঁধাঁ
টি.ভি স্ক্রীনে তোকেই দেখে মিছে অঙ্ক সাধা।
ফাইন্যলে স্যর বিষম খেপে শূণ্য দিলেন লিখে
বললি না তুই সিটির কারণ কখন বাজে বুকে ?
৮৩র সাঁঝ সকালে রোয়াক ঠাসা ভীড়ে
শিষ এল ফের তোর পথের বাঁকের মোড়ে।

ঘুরল মাথা জটলা বাধা টোপের বৃন্দাবন
বললি হেসে টোপ ফেলেছি জল থৈ থৈ মন।
কোচিং স্যরের নোটিশ পেলাম বদ্ধ দীপান্তর,
স্যাক্ করে দাও কাগজ,কলমঋদ্ধ পুরষ্কার।

মন্তব্য করুন