Skip to content

আসলেই তুমি তাই!! – ইন্দ্র চন্দ্র নীল

ওরে আপন চিনলি না!
চিনলি না! তোর মায়া!
চিনলি না তোর ভালোবাসা।।
চিনলি না তোর তোকেই!

এবার ভাব তুই কেমন!
হ্যাঁ সত্যিই তুই এমন।।
ঠিক আমায় দেখছিস যেমন!
আমি ছিলাম না তো এমন।।
আসলেই তু…ই…. ….এ……ম….ন….।

আমি তো ছিলাম ডানা মেলা চিল,,,
আমিতো ছিলাম খুল্লাম খুল দিল।।
আমি তো ছিলাম মুক্ত ধরায়
মুক্ত একটা ম….নে…..র
সামান্য এক পথিক।

তারে কেমন করে জানাও তবে ধিক!!

আসলেই তুমিই…. তাই,,,,,

চিনবি কেমনে আসলেই তো এই কপাল পোড়ার কপালটাই বিধাতা কোন খেয়ালে লিখেছেন কেউই জানে না।
শুধু ও নিজেই জানে নিজেকে। তবে সব থেকে বড়ো সমস্যা ও নিজেকে যেটা দেখায় আসলেই ও তা নয়। ফলে কি হয়? অধিকাংশ মানুষ ভুল বোঝে আর বাঁধে গন্ডগোল।

আমার থেকে বড় আপন তোমার কেউ থাকতেই পারে না।থাকবেই বা কেন? আমি তো কবেই নিজেকে সপে দিয়ে প্রভুত্ব নিয়েছি তোমার।

তবে আমি তো নেই। হ্যাঁ আমি তো নেই।

এটাই তো তুমি! এটাই তোমার মায়া,,
এই যে দিন ভর বলে গেলাম তুমি কতো পাষাণ প্রিয়।।
, নিজের প্রতিবিম্ব দেখে ভয় পেয়ে মুখ লুকিয়ে আছো। কেন! কেন?

এই ভাবে তো সে আসেনি তোমার কাছে।
সে তো এসেছিল ডানা মেলা একটা চিল।
উড়ে বেড়াত আকাশে বুক চিড়ে,,,মেঘের দেশে।
স্বপ্নের দেশে সে স্বপ্ন দেখতো না।

তারপর যখন উড়ে এসে জুড়ে বসলো তোমার কোলে,,,
তাকে দিলে ঠাই দিলে। দিলে ভালোবাসার স্বাদ। শেখালে প্রেম। ধরালে নেশা। নেশায় যখন উন্মাদ ঠিক তখনই বাধলো গন্ডগোল।।

এখন সে স্বপ্ন দেখে,,,সে। স্বপ্ন দেখে আর আকাশে নয়!মাটিতেই থাকবে।
থাকবে ওই যেখানে উড়ে এসে জুড়ে বসে ছিলো। আর এই টাই সে আজ স্বপ্ন দেখে।

ভুলে গেছে ডানা মেলার কৌশল।
ভুলে গেছে বাতাসের বুক চিড়ে ভেসে যাওয়ার দক্ষতা।
একটু নয় বড্ডো কূড়েমিতে ধরেছে।
ছাড়তেই চায় না তোর সঙ্গ।
তোর সাথে থাকতে থাকতে হয়ে উঠেছে ঠিক তোর মতোই।
যেমনটা তুই তৈরি করেছিস।
হ্যাঁ এমন টা তুই তৈরি করেছিস। হ্যাঁ তুই।।

কি হতো যদি একটু ভালোবাসা দিয়ে গড়তি!!??

কি হতো যদি আরো আদর করে যত্ন দিতি।।?

আমিও তো তবে অবহেলার অভিযোগ করতাম না।
আমিও তবে নিজেকে এ-তো টা এলোমেলো করে ছিটিয়ে দিতাম না।।
সব টাই তো দিয়েছিলাম। সব টাই!
কেন তবে কিছুটা নিয়ে আমায় দিতে হলো অন্য কাউকে।
হ্যাঁ তোর অবহেলার অভিযোগ গুলো তারকাছে গুছিয়ে রাখতেই তাকে আমি অনুরোধ জানিয়েছি।

আর সে কথা দিয়েছে খুব যত্নে রাখবে।

কেন হলো এমন? কেন?
সবটাই তোকে দেওয়ার পরেও কেন এমন হলো?

কার দোষ?
ওর তো আজ প্রত্যয় তুই,,,,তবে কে দোষী?

হ্যাঁ তুই।

অভিমান নয় এ,, আসলেই সব মিছে।
ভালোবাসো জানি,, হ্যাঁ জানি,,,
আমি কোথাযাই তব পিছে?।।

মন্তব্য করুন