Skip to content

আসবে কি নতুন ভোর ?-কবি-মোয়াজ্জেম বিন আউয়াল।

চারিদিকে আন্দোলন
চলছে হরদম।
নিশ্চিত নির্বিঘ্নে
ফেলা যায় না দম।
আওয়ামীলীগের হুশিয়ারি
সংবিধানের বাহিরে
চলবে না বাড়াবাড়ি।
কখনো বিদেশীদের দৌড়ঝাঁপ
হবে কি সংলাপ ?
না’কি সেই আগের রূপ
জনগণের কাটবে কি দুঃখ ?
অন্য দিকে জাতীয় পার্টি
কখনো সরকারের পক্ষে
কিংবা বিপক্ষে,
তাদের রূপের নেই শেষ,
দেখা যাক অবশেষ।
ডান বাম সব দল
দেখাচ্ছে নিজের বল।
চায়ের আড্ডা কিংবা রেস্তোরাঁয়
নির্বাচন নিয়ে আলাপচারিতা,
জনগণের মুখে একই কথা
অবাধ, সুষ্ঠু নির্বাচনের হবে কি দেখা ?
আবাল,বৃদ্ধ বনিতার একই সুর
অবাধ, সুষ্ঠু নির্বাচন কি বহুদূর ?
স্বাধীনতার এত বছর পর
কাটবে কি অমানিশা…
ভেদাভেদ ভুলে, হবে কি দেখা?
হরতাল, অবরোধ আর কত
জনগন হচ্ছে দিশেহারা,
কত মানুষ আজ গৃহ ছাড়া।
দ্রব্য মূল্যের উর্ধগতি
নিরীহ মানুষের দূর্গতি।
মুখে শান্তির কথা যতই হোক
তা যেন আজ বহুদূর,
বাজবে কি বিনয়ের সুর?
আসবে কি নতুন ভোর।

মন্তব্য করুন