Skip to content

আশঙ্কিত অস্তিত্বে – সুপ্রিয় ঘোষ

খুঁজেছি কতই-
সংশোধিত ও পরিমার্জিত রূপ।
মননের কিনারা ধারাল নয় আর,
তাই পারেনা রক্ত ঝরাতে,
পড়ে আছে নিশ্চুপ।
শুধু আমার মনই জানে,
কারণ সেই তো লড়ছে একা ঝড়ের সাথে।
প্রতিবাদ ভুলেছে,
শব্দরাও প্রতিধ্বনি তোলে না আজ,
করেনা মাখামাখি রক্তের সাথে আর;
যন্ত্রণার সাথে রয়েছে সহবাসে।
জীবনের এই একঘেয়েমি স্বাদ,
শুধু নিঃসঙ্গ নিস্তব্ধতাই ডেকে আনে।
কলমকন্ঠ থেকে হারিয়েছে রশ্মিচ্ছটা,
অহঙ্কারী নিঃসৃত নির্যাসও জানে,
সকলই রয়েছে সে এক নির্বাসনে।
চাঁদ আর নেই সে আকাশে,
গেছে ভেসে সব জীবনের স্রোতে।
মুখ ফিরিয়েছে মানুষ,
জাগে নি এখনও হুঁশ,
শুধু জিরাফের মতো মাথা তুলে আছে,
অদম্য অরণ্যের কামনাতে,
দাবানলের ভীতি নিয়ে।
সুতীব্র দহনের ভয় হয়,
মানুষ যদি হারিয়ে যায়
চেতনার সুতীব্র আত্মবিশ্বাস নিয়ে,
পথ যদি তার হয় দুর্গম, আঁকাবাঁকা!
বেড়ে যাবে যে, দূরত্বের চিরকালীন সীমারেখা।

@সুপ্রিয় ঘোষ

মন্তব্য করুন