Skip to content

আলোছায়া; আদ্যনাথ ঘোষ

যতো বেশি আলো ততো বেশি
মূল্য তার হয় না পাওয়া
বরং যতো বেশি আঁধার
ততো বেশি কদর যত্রযত্র দেখি।

দেখি কালোর প্রাবল্যে
ঢেকে যাচ্ছে পৃথিবী
ঢেকে যাচ্ছে মানব সভ্যতার
উন্নত ইতিহাস।

এ-হয়ত অব্যর্থ ভাগ্যলিপির
বেদনার রঙের প্রতিচ্ছবি
হয়তো এমনই বিধির বিধান
মনুষ্যত্ববিহীন মানবসভ্যতার
দিগন্তরেখা।

মন্তব্য করুন