Skip to content

আর নয় ধ্বংস কিংবা হত্যা-কবি-মোয়াজ্জেম বিন আউয়াল

আমি ধ্বংস স্তুপের উপর দাড়িয়ে
গাই যে সাম্যের গান,
কেউ আসুক বা না আসুক
ফিরবে ঠিকই মুক্তির উদয়ের বান।
চারিদিকে হাহাকার
কি হবে কি হবে না,
মুক্তির স্লোগানে মুখরিত
কি পাবে কি পাবে না।
জাতির দূর্যোগে আসবে কি
নতুন কোন বার্তা,
নাকি’ হতাশার দোলাচলে
মিলবে না কোন একতা।
চারিদিকে লাশ কিংবা হত্যা
তা আর দেখতে চায় না জনতা।
বহির্বিশ্বের চোখ রাঙানি
কিংবা কোন কুটকৌশল,
কখন তা বাংলার জন্য
হবে না মঙ্গল।
এখনো রয়েছে অনেক রাত
বাংলার উন্নয়নের স্বার্থে,
আসুন সবাই মিলে গড়ি দেশ
একে অন্যের সাথে মিলাই হাত।

মন্তব্য করুন