Skip to content

আর কিছুক্ষণ – রাজা চক্রবর্তী

আর কিছুক্ষণ থাকলে না হয়
হোক না আর একটু দেরি।
আর কিছুক্ষণ বাসলে ভালো
বলবে না আমায় সরি।

আর কিছুক্ষণ সময় হলেই
সন্ধ্যা ঘনিয়ে আসবে।
আর কিছুক্ষণ রইলে তবেই
আকাশের চাঁদ হাসবে।

আর কিছুক্ষণ তোমার আমার
জোছনা ভেজা রাত।
আর কিছুক্ষণ প্রেমের টানে
কথোপকথনে বাত।

আর কিছুক্ষণ দেরিতে গেলেই
বাহানা ফন্দি আটবে।
আর কিছুক্ষণ আটকে থাকলেই
মেঘের চাদর পাতবে।

আর কিছুক্ষণ ঠোঁট ভিজিয়ে
জোছনা লেপটে দাও।
আর কিছুক্ষণ থাকতে বলেই
চাঁদকে ঢাকতে চাও।

আর কিছুক্ষণ কথার জাদুতে
লজ্জা বোধ হারাবে।
আর কিছুক্ষণ থাকলে বোধহয়
চাঁদের কলঙ্ক জ্বালবে।

1 thought on “আর কিছুক্ষণ – রাজা চক্রবর্তী”

মন্তব্য করুন