Skip to content

আয় রে ঘরে ফিরে- রমেন মজুমদার

আয় রে ঘরে ফিরে
—–
কই গেলি’রে সোনার ছেলে
যা দেখে তোর মায়ের দেশ,
মুক্তিযুদ্ধে প্রাণ হারিয়ে
গড়লি শেষে বাংলাদেশ।

রক্ত দিয়ে লেখা হলো
নতুন একটি দেশের নাম
রূপের খনি সমৃদ্ধি তার
নাই কোন সেই রূপের সমান।

যায় কী বলা শেষ করে তার
মা- মাটির সেই প্রাকৃতিক রূপ!
সন্ধ্যা যখন নামে ধীরে
বঙ্গনারী জ্বালায় প্রদীপ-ধুপ।

আয় রে আমার সোনার ছেলে
আয় রে তোরা ঘরে ফিরে;
বীরাঙ্গনা মা- বোনেরা
কাঁদছে নিতুই একলা ঘরে।

একাত্তরের পাক হানাদার
পোড়াল বঙ্গে ঘর-বাড়ি!
রক্ত দিয়ে লিখলি রে নাম
তোরাই রইলি দেশটা ছাড়ি।

পাক বাহিনীর অত্যাচারে
লক্ষ তরুণ শহীদ হলো…
স্বাধীনতায় মুজিবের ডাক
লাল-সবুজের পতাকা পেলো।

স্বাধীন সার্বভৌম ভূখণ্ড যে
চিনল বিশ্ব বাংলাদেশ —
ইতিহাসের সেরা সন্তান
তোরাই হইলি সর্বশেষ ।।

আয় না ফিরে তারুণ্যের দল
তোর মাটিতেই পতাকা উড়ে,
সেই পতাকায় শহীদ নামের
রইল লেখা দুনিয়া জুড়ে ।।

হিন্দু-মুসলিম,বৌদ্ধ খ্রিষ্টান
এক পতাকায়– একটি দেশ;
সম্প্রীতিতে ঘুমায় তারা…
সোনার মাটি বঙ্গে বিশেষ।।
—-
রমেন মজুমদার
১১/১০/২০২৩
হরিদেবপুর।

1 thought on “আয় রে ঘরে ফিরে- রমেন মজুমদার”

মন্তব্য করুন